কৃষি উর্বরতা জমি, মিঠা পুকুর পানি, কর্মক্ষমতা সম্পন্ন বিপুল জনগোষ্ঠীর এই অফুরন্ত সম্ভবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ হবে বিশ্বের খাদ্য ভান্ডার। ভেজালমুক্ত সার, বীজ, কীটনাশক ঔষধ এবং অভিজ্ঞ কৃষিবিদদের সমন্বয়ে সকল আধুনিক প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে একটি করে বহুমুখী কৃষি খামার স্থাপনে কৃষকদের মাধ্যমে জাতীর চাহিদা পুরণ করা সম্ভব। উৎপাদন বৃদ্ধি হলে দ্রবমূল্যে দাম কমে সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। আমাদের দেশে কৃষিকে বাণিজ্যিকভাবে চাষাবাদের আওতায় আনা হলে এবং কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কৃষি কাজে লাগাতে পারলে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব ।ঃ

*** দীর্ঘমেয়াদী আমানত স্বরূপ ফসল ১২ বছরের জন্য সংরক্ষিত : ফসল এর মূল্য প্রতি ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার সমপরিমাণ ফসলের উপর ভিত্তি করে জমা প্রদান ব্যক্তিকে কৃষি কাজের উন্নয়নে প্রতি মাসে ১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকার ফসল সহায়তা প্রদান করা হবে।

*** অল্প অল্প করে মাসিক জমা স্বরূপ দীর্ঘমেয়াদি ১২ বছর ফসল সংরক্ষণ: প্রতি মাসে সর্বনিম্ন ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার সমপরিমাণ ফসল জমা প্রদান করে ২০ মাস পর্যন্ত একইভাবে জমা প্রদান করলে দীর্ঘ সময়ের জন্য জমা প্রদান (দীর্ঘমেয়াদী আমানত স্বরূপ ফসল) ১২ বছরের ক্ষেত্রে সংরক্ষিত ফসল এর মূল্য প্রতি একইভাবে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার সমপরিমাণ ফসলের উপর ভিত্তি করে জমা প্রদান ব্যক্তিকে কৃষি কাজের উন্নয়নে প্রতি মাসে ১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকার ফসল সহায়তা প্রদান করা হবে।

*** একজন কৃষক যেকোনো সময় যেকোনো ফসল (প্রতিষ্ঠানের তালিকাভুক্ত) জমা প্রদান করে ছয়মাস বা এক বছর সময়ের ব্যবধানে অতিরিক্ত মূল্যে বা লাভস্বরূপ বিক্রির প্রয়োজনে জমা প্রদান করতে পারবে। সেক্ষেত্রে তাৎক্ষনিক বা যেকোনো সময় ২০% সমপরিমাণ অর্থ গ্রহণ করতে পারবেন এবং ৬ মাস বা ১ বছর পর ফসলের যে বাজার মূল্য নির্ধারণ হবে বা চলমান থাকবে সেই অনুযায়ী জমা প্রদানকারী অর্থ গ্রহণ করবেন।ফসল বিক্রয়ের মুনাফা থেকে কইই কর্তৃপক্ষ ৩০% এবং কৃষক ৭০% মুনাফা পাবেন ।

*** একজন কৃষক যেকোনো সময় যেকোনো ফসল (প্রতিষ্ঠানের তালিকাভুক্ত) জমা প্রদান করে সমপরিমাণ মূল্যের অন্য কোনো ফসল বিনিময় স্বরূপ গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

*** একজন কৃষক অত্র প্রতিষ্ঠানে হিসাব খোলা স্বরূপ মেম্বারশীপ গ্রহণ করে চিকিৎসা সহায়তা ও কৃষিক্ষেত্রে অনেক ধরনের সুবিধাসহ কিস্তিতে/নগদ গ্রহণে সাশ্রয়ী মূল্যে সুদবিহীন কৃষি পণ্য/ নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য/ প্রসাধনী সামগ্রী/ আসবাবপত্র/ ইলেকট্রনিক সামগ্রী গ্রহণ করতে পারবেন ।

*** কৃষি পণ্য ব্যতিত অন্য সকল পণ্য সামগ্রী মাত্র ২৫% টাকা নগদ পরিশোধে ৩৫ দিনের জন্য সপ্তাহে ১৫%কিস্তি পরিশোধে গ্রহণ করতে পারবেন। (সর্বোচ্চ ৩,০০০/- টাকা পর্যন্ত সীমিত)

*** ফসল সংরক্ষণে সকল ফসলের জন্য ২% সার্ভিস চার্জ প্রযোজ্য।

*** মেম্বারশীপ গ্রহণে এবং ফসল সংরক্ষণের কৃষককে সুস্থ্য থাকার জন্য হাসপাতালে ভর্তি খরচ বহনে এবং তার মৃত্যুতে তার পরিবারের আর্থিক সহায়তা করণে প্রত্যেক কৃষককে বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা গ্রহণ করতে হবে।

Who We Are

#

The Co-operative

কো-অপারেটিভ (সমবায়) হলো একটি সংগঠন বা প্রতিষ্ঠান যেখানে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সদস্যরা সম্মিলিতভাবে কাজ করে। সমবায় ব্যবস্থায় সাধারণত সদস্যরা সমান অধিকার ও দায়িত্ব পালন করে এবং যৌথভাবে লাভ বা সুবিধা ভোগ করে। সমবায়ের মূল উদ্দেশ্য হলো সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো এবং নিজেদের প্রয়োজন মেটানোর জন্য একত্রে কাজ করা।

#

Micro Banking System

মাইক্রো ব্যাংকিং সিস্টেম (Micro Banking System) হলো একটি ক্ষুদ্র পরিসরের ব্যাংকিং ব্যবস্থা, যা সাধারণত নিম্ন আয়ের জনগোষ্ঠীকে আর্থিক সেবা প্রদান করে। এটি মূলত ক্ষুদ্র ঋণ, সঞ্চয়, বীমা, এবং অন্যান্য আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে।

Our Happy Members

কৃষি বীজ ব্যাংকের গ্রাহকের সন্তুষ্টি কৃষি বীজ ব্যাংকের সাফল্য। গ্রাহকের সেবার মান উন্নয়নে কৃষি বীজ ব্যাংক সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। গ্রাহকের সঞ্চিত অর্থ সঠিক সময়ে গ্রাহকের নিকট পৌছে দেয়াই কৃষি বীজ ব্যাংকের লক্ষ।

Frequently Asked Questions

#

Go to KRISHI BEEZ BANK ,take admission form.Fillups all information this form.Then Provide your NID Photo Copy,Passport Size Same Photos & Processing Fees.

How Much want Loan ? Please Provide NID,Passport Size Photos,Guarantor & Fillups Loan Form.

If you Allready A Member.Then you Deposit your money for interest.Choice your Deposit Package and Start.

Give Same Money for monthly Interest.Fillups FDR form and Fixed your Profit Share package.

If you Do not Continue this Account Please Go to Admintration Check your balance and Withdrow your Money Any time.If You want Close All Transaction in this company you take Close Account.

Check Your Save Money

Please Ensure Membership ID
& Register Phone Number